শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদখেলার সময়সাকিবকে ছয় মাসের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ

সাকিবকে ছয় মাসের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ

বোর্ড সভাপতির নির্দেশে সোমবার দুপুর দুইটায় সাকিবের ঘটনাকে কেন্দ্র করে বিসিবি’র সভাকক্ষে বোর্ড মিটিং চলছিল। মিটিংয়ে বোর্ডের সকলের আলোচনায় সিদ্ধান্ত হয় সাকিবকে ছয় মাসের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তিনি দেড় বছর বিদেশে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না। তাকে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৫ সাল পর্যন্ত বিদেশে খেলার জন্য অনুমতি দেয়া হবে না।

দুপুর একটায় সাকিব মিটিংয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছিলেন। দুপুর পৌনে দু’টায় মিটিংয়ের উদ্দেশ্যে উপস্থিত হন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব এককভাবে তার সঙ্গে মিটিং করে চলে যান। অন্য কারো সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়নি।

সর্বশেষ অনাপত্তিপত্র না নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্যাবিরীয় প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া, রাগের মাথায় টেস্ট ও ওয়ানডে দল থেকে অবসর নিয়ে ফেলার মতো মন্তব্য করার পর এই শাস্তি দিল বিসিবি। তবে বিসিবি সভাপতি বলেছেন, শুধু সর্বশেষ ঘটনার কারণে সাকিবের ওপর এই কঠিন শাস্তি নয়। দীর্ঘদিন ধরে সাকিবকে নিয়ে জমে থাকা অভিযোগের ভিত্তিতেই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ