শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউবিড়ি-সিগারেট ও আমদানিকৃত গুঁড়ো দুধের দাম বাড়তে পারে

বিড়ি-সিগারেট ও আমদানিকৃত গুঁড়ো দুধের দাম বাড়তে পারে

প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সম্পূরক শুল্ক আরোপ, মূল্য সংযোজন কর (মূসক) আরোপ, সারচার্জ আরোপ, ট্যারিফ বৃদ্ধিসহ রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। ফলে ওইসব পণ্যের দাম বাড়তে পারে।

এসব পণ্যের মধ্যে রয়েছে বিড়ি, সিগারেট, তামাক, পটেটো চিপস, বাণিজ্যিকভাবে বাল্কে আমদানিকৃত গুঁড়ো দুধ, সংবাদপত্র ও প্রকাশনা শিল্পের জন্য আমদানি করা নিউজপ্রিন্ট, পাঁচ হাজার লিটারের নিচে ধারণ ক্ষমতাসম্পন্ন গ্যাস সিলিন্ডার, রেলওয়ে স্লিপার, ফ্লোট গ্লাস, আমদানি করা বিলেট, ফ্লোর কভারিংস ও ম্যাট, লোহা ও লোহার যন্ত্রাংশ, স্টিল যন্ত্রাংশ, আমদানি করা গোলাপ ফুল, অর্কিড, লিলি, অ্যালয় স্টিল, প্রিন্টিং প্লেট, বিল বোর্ড ও কেবিনেট তৈরির যন্ত্রাংশ, স্ট্রবেরি, মশার কয়েল, টেক্সটাইল পণ্য, পাটজাত পণ্য কার্পেট, সব ধরনের মাছ, বিদেশি ফল, আমদানি করা অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন, মিশ্র মসলা, কার্পেট, মাইক্রো বাস, এনার্জি সেভিং ল্যাম্প ইত্যাদি।

আরও পড়ুন

সর্বশেষ