রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদআরো খবর......ইঞ্জিনে ত্রুটির কারণে ট্রেন দুর্ঘটনা

ইঞ্জিনে ত্রুটির কারণে ট্রেন দুর্ঘটনা

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

কর্ণফুলী ট্রেনের ইঞ্জিনে ত্রুটির কারণেই মিরসরাই আবু নগর এলাকায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে চট্টগ্রাম পাহাড়তলী লোকো শেডের ইনচার্জ সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী সুখেন্দু সূত্রধরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মকবুল আহম্মদ বলেন, ইঞ্জিনে ত্রুটির কারণেই মিরাসরাইয়ে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমাবর বেলা সাড়ে ১২টার দিকে মিরসরাই আবুনগর এলাকায় ট্রেন দুর্ঘটনায় এক মহিলা যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। এতে বগির নিচে চাপা পড়ে নাছিমা আক্তার(৩৫) নামে এ যাত্রীর মৃত্যু হয়। ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী তিনদিনের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

আরও পড়ুন

সর্বশেষ