শুক্রবার, মে ২৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়জিয়াউর রহমান দেশে গণতন্ত্র নয় কারফিউ গণতন্ত্র উপহার দিয়েছিলেন : প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান দেশে গণতন্ত্র নয় কারফিউ গণতন্ত্র উপহার দিয়েছিলেন : প্রধানমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নিজের কর্তব্য থেকে বঙ্গবন্ধু এক মুহুর্তের জন্যও বিচ্যুত হননি। স্বাধীনতার জন্য ঘুরে বেরিয়েছেন সারাদেশে বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান দেশে গণতন্ত্র নয় কারফিউ গণতন্ত্র উপহার দিয়েছিলেন। অনেকই বলে দেশে জিয়াউর রহমান গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু মানুষ জানেনা ৭৫ সাল থেকে ৮৪সাল পর্যন্ত দেশে রাতে বেলা কারফিউ জারি করেছিল।

প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতির অধিকার আদায়ে পাকিস্তান সৃষ্টির আন্দোলন করলেও দেশভাগের পর সৃষ্ট বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেণ বঙ্গবন্ধু। এ জন্য তাকে বেশিরভাগ সময়ই কারাগারে বন্দি থাকতে হয়েছে। স্বাধীনতা লাভ করা পর্যন্ত অসংখ্য মামলার আসামি হয়ে তাকে ঘুরে বেড়াতে হয়েছে। শেখ হাসিনা বলেন, তাকে স্তব্ধ করতে অনেক ষড়যন্ত্র চললেও তিনি নিজের কর্তব্য থেকে কোনোভাবেই বিচ্যুত হননি। দেশব্যাপী ঘুরে ঘুরে মানুষকে স্বাধীনতার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ