রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউমাসের ১০ তারিখের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন দেওয়ার নির্দেশ শ্রম মন্ত্রণালয়ের

মাসের ১০ তারিখের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন দেওয়ার নির্দেশ শ্রম মন্ত্রণালয়ের

GARMENTSপ্রতি মাসের ১০ তারিখের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধ না করলে সংশ্লিষ্ট গার্মেন্টস মালিকের বিরুদ্ধে শ্রম আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শ্রম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। গার্মেন্টস শিল্প বিষয়ক মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার বিকালে সচিবালয়ের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দীন রাজুর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সচিব মিকাইল শিপার বলেন, “প্রতি মাসের ৫ থেকে ৭ তারিখের মধ্যে শ্রমিকদের মজুরী পাওনা, ভাতাদি এবং সুযোগ সুবিধা যাতে তাড়াতাড়ি দিয়ে দেয়া হয়। শ্রমিকদের এবং মালিকদের দূরত্ব কমিয়ে আনার জন্য মালিকদের অগ্রনী ভুমিকা পালনের জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন কারখানায় মজুরী ও ভাতার যে অসাম্যতা আছে, দেখা যাচ্ছে যে একই জায়গায় পাশাপাশি দুইটা কারখানায় ওভার টাইম বা ল্যাঞ্চ ভাতা কেউ দিচ্ছে ২৫ টাকা কেউ আবার ১৫ টাকা, এগুলো যাতে না করা হয়। সার্ভিস বোর্ড করণ ও নিয়োগ পত্র যাতে প্রদান করা হয়, শ্রমিক ছাটাই করতে যাতে যথেষ্ট সর্তকতা অবলম্বন করা হয়। মালিকদের দেশের প্রচলিত আইন মেনে চলার একটা নির্দেশনা দেওয়া হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ