শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদখেলার সময়চলতি সপ্তাহে আকুস'র তদন্ত প্রতিবেদন, আকসুর প্রতিনিধিদলকে সহযোগিতা করছে র‌্যাব

চলতি সপ্তাহে আকুস’র তদন্ত প্রতিবেদন, আকসুর প্রতিনিধিদলকে সহযোগিতা করছে র‌্যাব

MATCH FIXদুই এক দিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর হাতে জমা পড়ছে অ্যান্টি করাপশন এন্ড সিকিউরিটি ইউনিট (আকসু) এর তদন্ত প্রতিবেদন। রবিবার চতুর্থবারের মতো ঢাকায় এসে আকসুর প্রতিনিধিদল জিজ্ঞাসাবাদ করেছে বিপিএল’র দল ঢাকা গ্ল্যাডিয়েটরস এর ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে। সূত্রমতে ভারতের আইপিএল কেলেঙ্কারি থেকে দৃষ্টি সরাতেই সামনে আনা হয়েছে বাংলাদেশকে। চতৃর্থবারের মতো এখন ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর অ্যান্টি করাপশন এন্ড সিকিউরিটি ইউনিট (আকসু) এর তদন্ত দল। সূত্রমতে রবিবার তারা জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস এর বেশ কয়েকজন কর্মকর্তাকে। যাদের মধ্যে রয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটরস এর কর্নধার সেলিশ চৌধুরীর ছেলে শিহাব চৌধুরীসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। যদিও ঢাকা গ্ল্যাডিয়েটরসের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিদেশে অবস্থান করছেন সেলিম চৌধুরী। আকসুকে তদন্তে সহায়তা করেছে এমন সূত্র জানিয়েছে শিহাব চৌধুরী ছাড়া এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে চিটাগং কিংসের কোচ খালেদ মাহমুদ সুজন, ঢাকা গ্ল্যাডিয়েটরসের খোলোয়াড় মোহাম্মদ আশরাফুল, মোশরারফ হোসেন রুবেল, মাহবুবুল আলম রবিন, মাশরাফি বিন মর্তূজা, সাকিব আল হাসানকে। সূত্র মতে আরো জানা গেছে, মোহাম্মদ রফিক এবং খালেদ মাসুদ পাইলটকে এখনো আকসুর মুখোমুখি হতে হয়নি। এদিকে র‌্যাব কর্মকর্তারা জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধে আকসুকে সহায়তা করছেন তারা। র‌্যবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান বলেন, “র‌্যাব তাদেরকে সহায়তা দিচ্ছে। প্রধানত তথ্য দিয়ে সহায়তা করছে এবং তাদের তথ্য যাচাই বাছাইয়ে সহায়তা করছে। তারা বিভিন্ন খেলোয়াড়দের সাথে কথা বলতে চেয়েছে, সেটাই করা হচ্ছে এটুকুই।” র‌্যাব কর্মকর্তারা আরো জানান, আকসু প্রতিবেদন জমা দেয়ার পর বিসিবি চাইলে আবারো তদন্ত করবেন তারা। র‌্যবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরো বলেন, “দেশের ভাবমূর্তী ও স্বার্থ রক্ষার্থে শুধু র‌্যাব কেন, যে কোন আইন শৃঙ্খলা রক্ষাকরী বাহিনী এটাতে রাজি হবে।” র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, দেশের স্বার্থেই আকসুর সঙ্গে কাজ করতে বিসিবির অনুরোধে রাজি হয়েছেন তারা।

আরও পড়ুন

সর্বশেষ