শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদখেলার সময়বিসিবিকে তদন্তের আহ্বান জানিয়েছেন পাইলট

বিসিবিকে তদন্তের আহ্বান জানিয়েছেন পাইলট

pailotপট ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘একেবারেই ভিত্তিহীন অভিযোগ। আশরাফুলের উচিৎ হবে দ্রুত বোর্ডের শরণাপন্ন হওয়া। আমার ধারণা আশরাফুল একটা চক্রের ফাঁদে পড়েছে। সেখান থেকে বেরুতে পারছে না।’

আইসিসি’র দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু)’কে দেওয়া জবানবন্দীতে আশরাফুল সাবেক দুই অধিনায়ক পাইলট ও খালেদ মাহমুদ সুজন এবং মোহাম্মদ রফিকের জুয়াড়িদের সাথে জড়িত থাকার কথা উল্লেখ করেছেন। এই ঘটনা মিডিয়াতে ফাঁস হওয়ার পর থেকে তোলপাড় চলছে দেশের ক্রিকেটে। খবর বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশরাফুল অভিযোগ, জাতীয় দলের সাবেক এই তিন ক্রিকেটারই জুয়াড়িদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। এ সম্পর্কে পাইলট বলেছেন,‘পুলিশ এবং র‌্যাবের গায়ে লেবেল থাকে। কিন্তু বাজিকরের গায়ে লেখা থাকে না সে কে। আমরা যদি তাকে পরিচয় করিয়ে দিয়ে থাকি, তার (আশরাফুল) উচিৎ ছিল কথা বলার পর বোর্ডকে জানানো। কারণ সে-ই (আশরাফুল) ভালো বুঝতে পারবে সে (বুকি) কে ছিল।’

মানহানীর মামলা করবে কিনা এমন প্রশ্নের উত্তরে জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন,‘কিসের ভিত্তিতে মামলা করবো। আমার নামে তো কোনো অভিযোগ আসেনি। আমি বিশ্বাস করি আকসুর কাছে আশরাফুল আমাকে নিয়ে কিছু বলেনি। আমরা তিনজন একত্রিত হয়ে পরবর্তীতে কি করবো তা বিবৃতির মধ্যে জানাবো।’

পাইলট বিসিবিকে আহ্বান করেছেন, বিষয়টি তদন্তের মাধ্যমে সমাধানের,‘বিসিবির উচিৎ হবে এব্যাপারে তদন্ত করে একটা সমাধানে পৌঁছানো। যেহেতু মানুষ আমাদের ভুল বুঝতেছে, সেহেতু দ্রুত এর সমাধান হওয়া জরুরী।’

আরও পড়ুন

সর্বশেষ