মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
প্রচ্ছদখেলার সময়দুই বিশ্ব আসরের জন্য ভারতের অধিনায়ক ঘোষণা

দুই বিশ্ব আসরের জন্য ভারতের অধিনায়ক ঘোষণা

বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। প্রধান কোচের পদ ছেড়েছেন রাহুল দ্রাবিড়। স্বাভাবিক ভাবেই ভারতীয় ক্রিকেটে আসবে বড় পরিবর্তন।

তবে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে সেই পথে হাঁটছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী টেস্ট বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত ভারতীয় জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন রোহিত শর্মা। এমনতাই জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিতের নেতৃত্বে আরও বেশি সাফল্যের ব্যাপারে আশাবাদী জয় শাহ বলেন, আমাদের পরের লক্ষ্য টেস্ট বিশ্বকাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। আমি নিশ্চিত, রোহিতের নেতৃত্বে এই দুটো প্রতিযোগিতাতেও আমরা চ্যাম্পিয়ন হব।

আরও পড়ুন

সর্বশেষ