চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে। এতে খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে। এতে খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার চেম্বার মিলনায়তনে এই কমিটি গঠিত হয়। কমিটির প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শওকত আলী চৌধুরী। সহ-সভাপতি হয়েছেন মো. সাইফুল আলম মাসুদ, আলী হোসেন আকবার আলী, তসলিম উদ্দিন চৌধুরী, এ এম মাহবুব চৌধুরী। কোষাধ্যড়্গ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরম্নল আবছার। সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে গত বৃহস্পতিবার পরিচালকরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত পরিচালকরা হচ্ছেন-মো. সাহাবউদ্দিন আলম, আবুল বশর চৌধুরী, মোহাম্মদ আব্দুল আওয়াল, মোহাম্মদ আব্দুস সালাম, শফিক উদ্দিন, মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া, আবুল কালাম, ডা. মহসিন জিলস্নুর করিম, সেলিম রহমান, ইকবাল হোসেন চৌধুরী, আব্দুস সামাদ লাবু, সেলিম আহমেদ, সাখাওয়াত হোসেন, প্রফেসর সাঈদ আহছানুল আলম পারভেজ, মোহাম্মদ নাছির উদ্দিন, এস এম শামীম ইকবাল, এইচ.এম হাকিম আলী, নাদের খান, এম এ মালেক, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, সাঈদ নুরম্নল ইসলাম, মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী, নুরম্নল আলম, মোহাম্মদ এনামুল হক, হাজী এম এ মালেক, চৌধুরী মহিবুল হাসান নওফেল, এস এম আব্দুল হাই, হাজী মোহাম্মদ ইউনুস, সাঈদ মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ শফি, আবু সাঈদ চৌধুরী এবং লোকমান হাকিম।