বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়এ মাসেই বিএনপি’র সঙ্গে একীভূত হচ্ছে বিকল্পধারা

এ মাসেই বিএনপি’র সঙ্গে একীভূত হচ্ছে বিকল্পধারা

পূর্বদেশ ডেস্ক জুনেই বিএনপির সঙ্গে একীভূত হচ্ছে বিকল্পধারা বাংলাদেশ। গত শুক্রবার রাতে বারিধারায় একিউএম বদরম্নদ্দোজা চৌধুরীর বাসভবন মায়াবিতে দলের বর্ধিত সভায় এ সিদ্ধানত্ম নেয়া হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা নিশ্চিত করেছেন। তবে কৌশলগত কারণে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না। সূত্র জানায়, বিএ

পূর্বদেশ ডেস্ক জুনেই বিএনপির সঙ্গে একীভূত হচ্ছে বিকল্পধারা বাংলাদেশ। গত শুক্রবার রাতে বারিধারায় একিউএম বদরম্নদ্দোজা চৌধুরীর বাসভবন মায়াবিতে দলের বর্ধিত সভায় এ সিদ্ধানত্ম নেয়া হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা নিশ্চিত করেছেন। তবে কৌশলগত কারণে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না। সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে পদ-পদবির বিষয়টি চূড়ানত্ম ফয়সালা হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বি চৌধুরী বিএনপিতে ফেরার ঘোষণা দেবেন। এক্ষেত্রে মেজর মান্নান, মাহী বি চৌধুরী ও রাষ্ট্রবিজ্ঞানী ড. নুরম্নল আমীন বেপারির পদ চূড়ানত্ম হলে জুনের শেষের দিকেই এ ঘোষণা আসতে পারে। বি চৌধুরীর ঘনিষ্ঠ এক প্রেসিডিয়াম সদস্য জানান, কয়েকদিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে। তখনই সব পরিষ্কার হয়ে যাবে। খবর একটি বার্তা সংস্থার এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, শুক্রবার বৈঠকে বিকল্পধারার মহাসচিব মেজর অব. মান্নান এখনই বিকল্পধারাকে বিএনপির সঙ্গে একীভূত না করার পক্ষে মতামত দেন। সমপ্রতি সরকারের গোয়েন্দা সংস্থা থেকে তার ইন্টারনেট ব্যবসাসহ অন্যান্য ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দেয়ায় তিনি ‘ওয়েট অ্যান্ড সি’ নীতি নেয়ার জন্য বি চৌধুরীকে অনুরোধ জানান। কিন্তু তার সমর্থনে একজন যুগ্ম মহাসচিব ছাড়া অন্য কেউ কথা বলেননি। সূত্র জানায়, মেজর মান্নানের বক্তব্যের পর অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য দল বিলুপ্ত করে বিএনপির সঙ্গে একীভূত হওয়ার মতামত দিয়ে চূড়ানত্ম সিদ্ধানত্ম বি চৌধুরীর ওপর ছেড়ে দেন এবং বিকল্পধারা বিলুপ্তের পর অন্য কেউ যাতে এ দলের নাম ব্যবহার করে নতুন জোট বা নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারে দৃষ্টি রাখার অনুরোধ জানান। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, মেজর অব. মান্নানকে সরকারের পক্ষ থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি বিএনপিতে গেলে তার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রসত্ম হবে এমন আশঙ্কায় হয়তো একীভূতের প্রক্রয়াটি কয়েকদিন বিলম্ব হতে পারে। বি চৌধুরীর ছেলে ও বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেন, ‘বিকল্পধারার অধিকাংশ নেতাই আসলে জাতীয়তাবাদী ঘরানার। দলের বর্ধিত সভা হয়েছে, প্রেসিডিয়ামের বৈঠকের পরই জানা যাবে বিকল্পধারা বিএনপিতে একীভূত হবে না কি ১৮ দলীয় জোটে শরিক হবে।

আরও পড়ুন

সর্বশেষ