ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং এবার বাজারে আনছে ‘গ্যালাক্সি এস-ফোর মিনি’। গ্যালাক্সি এস-ফোরের চেয়ে আকারে ছোট হবে এবং দামেও সস্তা হবে বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।
স্মার্টফোনটিতে থাকবে ৪.৩ ইঞ্চি সুপার এমোলেড স্ক্রিন, ১.৭ গিগাহার্জ ডুয়াল-কোর প্রসেসর, ১.৫ গিগাবাইট র্যাম, অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ৪.২ জেলিবিন, ৮ মেগাপিক্সেল অটোফোকাস পিছনের ক্যামেরা, ১০৮০পি এইচডি রেকর্ডিং ইত্যাদি।
এর আগে তাদের স্মার্টফোন গ্যালাক্সি এস-ফোর এপ্রিলে বাজারে আসে। এই পর্যন্ত এক কোটি ইউনিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে এস-ফোর মিনির একটি নমুনা আনবে বলে জানিয়েছে বিবিসি।