মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়মুক্তির অপেক্ষায় সুবর্ণা মুস্তাফার ‘হেডমাস্টার’

মুক্তির অপেক্ষায় সুবর্ণা মুস্তাফার ‘হেডমাস্টার’

subornaএইতো আর কয়েকটি দিন। তারপরই প্রেক্ষাগৃহে আসছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা অভিনীত সরকারী অনুদানে নির্মিত ছবি ‘হেডমাস্টার’। ইতিমধ্যেই ছবির শুটিং ডাবিং শেষ করেছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু। এতে সুবর্ণা মুস্তাফার সঙ্গে আরও অভিনয়ে আছেন আলমগীর, আরজু, বন্যা মির্জা, বীথিসহ অনেকে।

 সুবর্ণা মুস্তাফা বলেন, ‘ছবিটির গল্প আমার কাছে ভালো লেগেছে। আমার চরিত্রটিও দর্শক উপভোগ করার মতো করেই তৈরি। আশা করছি, আমার চরিত্রটি দর্শক এনজয় করবে, একই সঙ্গে ছবিটিও দর্শকের কাছে ভালো লাগবে। সুবর্ণা মুস্তাফা এটি ছাড়াও আরও একটি ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন তিনি। ছবির নাম ‘রান’। জাফর ইকবালের গল্প অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন আফসানা মিমি। এ ছবিতে আরও অভিনয় করছেন সব্যসাচী, ইনে-খাব দিনার, সানজিদা প্রীতিসহ ১১ জন শিশু-কিশোর।

 সুবর্ণা মুস্তাফা বলেন, ‘রান’ অনেক সুন্দর গল্পের ছবি। আমার ভালো লাগার ছবিও বলতে পারি। ছবিটি অনেক ভালো হবে। সর্বশেষ সুবর্ণা মুস্তাফা অভিনয় করেছেন মোরশেদুল ইসলামের পরিচালনায় ‘দূরত্ব’ চলচ্চিত্রে।

ছবিতে সুবর্ণার বিপরীতে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদি।

আরও পড়ুন

সর্বশেষ