আশুলিয়ার জামগড়ায় একটি গার্মেন্টস কারখানায় রাতের টিফিন খেয়ে প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ্ হয়ে পড়েছে। জামগড়ার লিন্ডা ফ্যাশনের শ্রমিকরা জানায়, শুক্রবার বিকেলে শ্রমিকদের টিফিনে সরবরাহ করা হয় কলা, কেক ও বিস্কুট। এগুলো খাওয়ার পরপরই প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ্ হয়ে পড়ে। এসময় অনেক শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলে। পরে গার্মেন্টস কর্তৃপক্ষ অসুস্থদের স্থানীয় হাসপাতালে নিয়ে আসে।
নারী ও শিশু হাসপাতালের ডাক্তার, মো. নাজিবুল্লাহ বলেন, “রোগীদের কাছ থেকে জানা যায় তারা নাকি বিকালের নাস্তার জন্য দেওয়া হয় বিস্কুট, কলা, অথবা ডিম দেওয়া হয়েছিল আমার মনে হয় যে গুলা দেওয়া হয়েছে সে গুলার মেয়াদোত্তীর্ণ ছিল যার কারনে তাদের খাদ্যে বিষক্রিয়া হয়েছে।”