রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
প্রচ্ছদশিল্প ও সাহিত্যশতবর্ষে বঙ্গবন্ধু : সেলিনা হক

শতবর্ষে বঙ্গবন্ধু : সেলিনা হক

বঙ্গবন্ধু,তুমি বাংলার মাটিতে

শতবর্ষী এক বটবৃক্ষ —
তোমার শ্যামল ছায়ায়,
লাল সবুজের পতাকায়,
পরাধীনতার শেকল ভেঙে,
নিপীড়িত বাঙালি ভুলেছিল,
জীবনের যত দুঃখ কষ্ট।Bangabandhu

মুক্তির আকাঙ্ক্ষার অগ্রপথিক,
আপোষহীন,আত্মপ্রত্যয়ী,
স্বাধীন দেশের স্বপ্ন করেছ লালন।
গর্বিত তাই বাঙালি জাতি,
তোমার মহৎ অর্জনে,
বিনম্র শ্রদ্ধায় তাইতো স্মরণ।

বিজয়ের বাণী ধ্বনিত হউক —
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের,
তুমি রুপকার।
হাজার বছরের বাঙালির ইতিহাসে,
তুমি অবিসংবাদিত নেতা,
স্বাধীনতার কর্ণধার।

আরও পড়ুন

সর্বশেষ