রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদশিল্প ও সাহিত্যইচ্ছে : মারুফা আক্তার পপি

ইচ্ছে : মারুফা আক্তার পপি

ইচ্ছে করে-
সবকিছু ছেড়ে ছুড়ে,
কবি হয়ে যাই।
না বলা কথা সব
মনের যত কলরব
প্রাণ খুলে গাই।
একি ডিপ্রেসন!
নাকি পর্যবেক্ষণ?
জন্মসূত্রে আওমিলীগ
নিত্য হারায় দিকবিদিক।
একি কঠিন সময়!
বিচ্ছিরি মোহময়!
খুঁজে নিরবধি
সমাধান টা কি?
মনে পড়ে গেলো-
একটা প্রবাদ ছিলো
গরীবের বউ, সকলের ভাবি।
গরীবের সেইআওমিলীগ,
আজ বড়লোকের সব-ই (সবটুকু)।
গুণী জনে কয়,
অধিক কিছুই ভালো নয়।
আমিও বলি তাই –
ওহে বোন,ওহে ভাই,
প্রকৃতির কিছু নিয়ম আছে।
খেয়ো না গো গোগ্রাসে,
ধরা কে সরা জ্ঞান করো না-
আছেন একজন “শেখ হাসিনা”।
একটু আদর্শ নিয়ে চলো-
শুদ্ধ মনে “জয় বাংলা” বলো।।
আরও পড়ুন

সর্বশেষ