রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়শনিবার ভারত থেকে বিদ্যুৎ আমদানির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শনিবার ভারত থেকে বিদ্যুৎ আমদানির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ভারত থেকে বিদ্যুৎ আমদানির উদ্বোধন করবেন। ভারতের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান এনটিপিসি লিমিটেডের বাণিজ্য শাখা সরকারের সঙ্গে সরকারের চুক্তির ভিত্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বিদ্যুৎ সরবরাহ করতে শুরু করবে।

এই উদ্যোগের ফলে ২০১৩ সালের নভেম্বরে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পাবে। চলতি বছরের শেষ নাগাদ আরো ২৫০ মেগাওয়াট সরবরাহ বৃদ্ধি পাবে। এই দুটি দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম হাই ভোল্টেজ ডিরেক্ট কারেন্ট (এইচভিডিসি) সংযোগ স্থাপনের মাধ্যমে একটি নতুন সঞ্চালন লাইনে ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনা হচ্ছে।

এই সঞ্চালন লাইনটি বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় গ্রিডের সঙ্গে ভারতের পূর্বাঞ্চলীয় বৈদ্যুতিক গ্রিডের সংযোগ স্থাপন করবে। সেপ্টেম্বর মাসের প্রথম ভাগেই উপ-কেন্দ্র চালুর কাজটি পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছিল। তবে, শনিবার থেকেই আন্তঃসংযোগ ব্যবস্থাটি কাজ করতে শুরু করবে।

আরও পড়ুন

সর্বশেষ