সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনগৌরবের ১৫০ বছর উপলক্ষ্যে চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের সম্প্রীতি মেলা ২৭ ডিসেম্বর,২০১৯

গৌরবের ১৫০ বছর উপলক্ষ্যে চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের সম্প্রীতি মেলা ২৭ ডিসেম্বর,২০১৯

2438534a-d2f3-4e52-bb7c-3922df9261ccচট্টগ্রাম কলেজের “গৌরবের ১৫০ বছর” উদযাপন উপলক্ষ্যে “চট্টগ্রাম কলেজ আমার-আমাদের কলেজ, গৌরবের ১৫০ বছর” এই স্লোগানকে সামনে নিয়ে চট্টগ্রাম কলেজ প্রাক্তনদের সম্প্রীতি ,বিনোদন ও কল্যাণমূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের সম্প্রীতি মেলা ২০১৯  আগামী ২৭ ডিসেম্বর’১৯ চট্টগ্রাম জি.ই.সি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে । সকাল  ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত  নানা অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এই সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হবে । সম্প্রীতি মেলায় অংশগ্রহন  রেজিস্ট্রেশন ফি  একক-১০০০টাকা,দম্পতি-১৮০০ টাকা,সন্তান প্রতিজন (৮ বছরের নিচে) ৮০০ টাকা,অতিথি ১০০০ টাকা । অংশগ্রহনকারীদেও জন্য রয়েছে আকর্ষণীয় সূভেনিয়র । দুই পর্বে বিভক্ত অনুষ্ঠান কার্যক্রমে  সকাল ৯টা  হতে শুরু হওয়া ১ম পর্বে অনুষ্টান মালার মধ্যে রয়েছে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী চট্টগ্রাম কলেজের বীর মুক্তিযোদ্ধাদের  সম্মাননা, কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে গান, নাচ, আবৃতি, মূকাভিনয়, কৌতুক পরিবেশনা।দুপুরে “মধ্যাহ্ন ভোজ । দ্বিতীয় পর্বে থাকছে আমন্ত্রিত স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় গান । পাশাপাশি চা নাস্তার আয়োজন । আর তৃতীয় পর্বে অনুষ্ঠানের মূল আকর্ষন জনপ্রিয় সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড এর গান। আর রাতে অনাড়ম্বর রাতের খাবার । এছাড়া ও রয়েছে ক্যাডেট ফোরাম,চট্টগ্রামের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় কার্যক্রম ও সম্প্রীতি মেলার  অন্যতম প্রধান আকর্ষণ র‌্যাফল ড্র। ২২ আগষ্ট হতে শুরু হওয়া রেজিষ্ট্রেশন কার্যক্রম ৩০ নভেম্বর,২০১৯  পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা হতে ৯টা পর্যন্ত চলবে। রেজিস্ট্রেশন স্থান চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন,মেট্রোপোল,৮৪৬-নুর আহমদ সড়ক,চট্টগ্রাম ।এই উপলক্ষ্যে আজ ১৬ অক্টোবর,২০১৯ চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের এক প্রস্তুতি সভা ফাউন্ডেশনের সচিব কবি সংগঠক শারুদ নিজামের সঞ্চালনায় সভাপতি সাবেক কাউন্সিলর শহিদুল আলমের সভাপতিত্বে   অনুষ্টিত হয় ।এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের তিন তিনবারের প্রাক্তন  সাধারণ সম্পাদক বিশিষ্ট কলামিষ্ট সাখাওয়াত হোসেন মজনু, সংগঠক শাহ আলম নিপু, মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, আবৃত্তিকার রিজওয়ানুর রহমান খান, আশরাফ হোসেন খান সুজন,মোঃ মনিরুল ইসলাম,প্রফেসর মর্জিনা আখতার, আহমেদ উল আলম চৌধুরী রাসেল,মোঃ জিয়াউল আলম, মোহাম্মদ আবদুল কুদ্দুস, মোঃ আনোয়ার শহীদ ফরহাদ, মোহাম্মদ ওবায়দুর রহমান, আনিসুর রহমান,গাজী মেসবাহ,রিয়াজুল ইসলাম, মোঃ মাছুম উদদৌলা, জাকারিয়া প্রমূখ । সভায় জানানো হয় এবারের সম্প্রীতি মেলার অন্যতম উদ্দেশ্য সম্প্রীতি ,বিনোদন, প্রাক্তন ও বর্তমান সতীর্থদের জন্য ১ কোটি টাকার একটি তহবিল গঠন করা । পাশাপাশি ২০০০ হাজার টাকা দিয়ে চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের সদস্য হওয়া যাবে ।  খুব শীঘ্রই  ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনেও রেজিষ্ট্রেশন করা যাবে। এবারের সম্প্রীতি মেলায় চট্টগ্রাম কলেজের ৩০০০ হাজার প্রাক্তন ও বর্তমান ছাত্র/ছাত্রী অংশগ্রহনে করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন । সকলকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য আহবান জানানো হয়েছে । –প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন

সর্বশেষ