বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের ভারত সফর মানেই কিছু প্রাপ্তি খোঁজা। আইপিএল ফাইনাল দেখার পর এজন্যই হয়তো ভারতে দুটো দিন বেশি থেকে এলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
বিসিবি সভাপতি মঙ্গলবার রাতে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের দিলেন কিছু তথ্য যেটা ভারতে আলোচনা হয়েছে। আইপিএলে স্পট ফিক্সিংয়ে বাংলাদেশি একজন ক্রিকেটারের অন্তর্ভুক্তির বিষয়ে যে খবর এসেছে, বিসিসিআই’র কাছে সে সর্ম্পকে বিস্তারিত তথ্য চেয়েছেন নাজমুল হাসান।
বিপিএল দুর্নীতি সম্পর্কে বিসিবি সভাপতি বললেন,‘আইসিসি সিইও’র সাথে কথা হয়েছে। আকসু রিপোর্ট তৈরি করছে। আশা করি একসপ্তাহের ভেতরে রিপোর্ট পেয়ে যাব।’ ২ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত চিটাগং কিংসের বিপক্ষে ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপিএল ম্যাচটি পাতানো বলে অভিযোগ উঠেছে। এনিয়ে বিশদ তদন্ত করছে আকসু। ঢাকা গ্ল্যাডিয়েটরসের ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদ শেষে রিপোর্ট তৈরির কাজ করছে আকসু।
আকসুর প্রতিবেদন দেওয়ার আগে একটা বিষয় সামনে এসেছে, ঢাকা গ্লাডিয়েটরস কৌশলগত কারণে (স্ট্যাটিজিক্যাল ডিসিশন) ম্যাচটা ছেড়ে দিয়ে থাকলে আইসিসির দুর্নীতি নীতিমালার সঙ্গে যায় না। বিসিবি সভাপতি এসম্পর্কে আইসিসির বক্তব্যই তুলে ধরলেন,‘কৌশলগত কারণে সমঝোতার ভিত্তিতে কোনো দল যদি ম্যাচ ছেড়ে দেয়, সেটা আইসিসির দুর্নীতির বিধিমালায় যায় না। এটা সংশ্লিষ্ট বোর্ডকেই দেখতে হয়।’
ঢাকা গ্ল্যাডিয়েটরস ওই ম্যাচটি কৌশলগত কারণেই না অর্থের বিনিময়ে হেরেছে, তা জানতে আকসুর প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বিসিবিকে। এক্ষেত্রে আকসুর সুপারিশের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আকসুর সুপারিশ বিচার বিশ্লেষণ করে শাস্তি নির্ধারণ করবে এ সংক্রান্ত ঢাকার বিশেষ ট্রাইবুনাল প্যানেল। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর সম্পর্কে জানান, এক সপ্তাহের ভেতরে জানা যাবে সফরের অগ্রগতি সম্পর্কে। আশা করি বেশিদিন লাগবে না।