বাংলাদেশে নবনিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত রি সং হিয়ন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেটের কাছে তার পরিচয় পত্র পেশ করেছেন। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ পরিচয়পত্র পেশ করেন। এসময় উভয়দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করেন। ভবিষ্যতে দুইদেশের সম্পর্ক আরো গভীর হবে বলেও তারা আশা প্রকাশ করেন। এরপর, রাষ্ট্রপতির সঙ্গে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এসময়, তিনি রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।