অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, পলাতক তারেক রহমানের আগের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হয়নি বিধায় আবারো পরোয়ানা জারি হয়েছে এবং তা করা হয়েছে যথাযথ আইনি প্রক্রিয়াতেই।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, বন্দি বিনিময় চুক্তি না থাকলেও তারেককে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকার সহায়তা করবে বলে আশাবাদী তিনি।
তিনি বলেন, তারেক যে রাজনৈতিক আশ্রয়ে আছেন তা ব্রিটিশ সরকারের কাছে গ্রহণযোগ্য হবে কী না এ ব্যাপারে তিনি অবগত নন।
মাহবুবে আলম বলেন, ব্রিটিশ সরকারের অনুরোধে আমরা আসামিকে ( তারেক রহমান) ব্রিটেনে ফেরত পাঠানো হয়েছে। তাই তারা আশা করছেন বাংলাদেশের অনুরোধে যে কোনো আসামিকে ফেরত পাঠানো হবে।