রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআখতারুজ্জামান ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে

আখতারুজ্জামান ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে

চট্টগ্রামের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মিত আখতারুজ্জামান ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। শুক্রবার জুমার নামাজ শেষে পাঁচ দশমিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটির একাংশ খোলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। তিনি বলেন, “ফ্লাইওভারটির মূল কাজ শেষ হয়েছে। ঈদের আগে যানজটে দুর্ভোগ থেকে নগরবাসীদের স্বস্তি দিতে পরীক্ষামূলকভাবে একটি লেইন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হচ্ছে। র‌্যাম্প, লুপসহ সব কাজ শেষ হলে প্রধানমন্ত্রী ফ্লাইওভারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে সিডিএ চেয়ারম্যান জানান।

আরও পড়ুন

সর্বশেষ