বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়নাশকতার আশঙ্কায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নাশকতার আশঙ্কায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জামায়াতের ডাকা হরতালে নাশকতার আশঙ্কায় রাজধানীতে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোমবার সকাল ৬টায় হরতাল শুরু হয়। হরতালে রাজধানীর বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা যায়। রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়া পাড়া, কালশী, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, পুরানা পল্টন ও মতিঝিল এলাকা ঘুরে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মহিউদ্দিন মাহমুদ জানান, যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। রাজধানী বিভিন্ন পয়েন্টে ও রাস্তার মোড়ে-মোড়ে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। এ সময় রাস্তাগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা যায়। এদিকে, আব্দুল্লাহপুর, উত্তরা, রাজলহ্মী, জসীম উদদীন, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, রেডিসন, গুলশান, বনানী এলাকা ঘুরে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট শেখ জাহাঙ্গীর আলম সকাল ৮টায় জানান, এসব স্থানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গণপরিবহন অন্য দিনের মতোই চলছে। এয়ারপোর্ট চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী নাসির বলেন, আমরা সবোর্চ্চ সতর্ক অবস্থায় রয়েছি। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। অপরদিকে, স্টাফ করেসপন্ডেন্ট নাজমুল হক ফয়সাল জানান, সকালে গাবতলীর কোনো কাউন্টার থেকে দূরপাল্লার বাস ছাড়েনি। এতে ঢাকার বাইরের যাত্রীরা কাউন্টারে এসে চরম ভোগান্তিতে পড়েছেন। তবে রাজধানীর অভ্যন্তরীণ রুটের পরিবহনগুলো যথারীতি চলছে। ইউনিক পরিবহনের গাবতলীর কাউন্টার মাস্টার মো. সোহেল জানান, অন্যদিন ভোর পাঁচটা দূরপাল্লার বাস ছাড়া শুরু হয়। তবে সোমবার এখন পর্যন্ত কোনো বাস রাজধানীর বাইরে ছেড়ে যায়নি। দুপুরের পরে দূরপাল্লার বাস ছাড়া যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সকাল ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত হরতাল চলাকালে সারাদেশে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দেশের শীর্ষ যুদ্ধাপরাধী জামায়তের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এর আগে বৃহস্পতিবার একই দিন দেশের সর্বোচ্চ আদালত সাকা চৌধুরী ও  মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখলে হরতালের ডাক দিয়েছিলো জামায়াত। সেদিন সকাল-সন্ধ্যা হরতালে সারাদেশে কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ