বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচ্ছদআরো খবর......হরতালে বন্দর নগরী স্বাভাবিক

হরতালে বন্দর নগরী স্বাভাবিক

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি বন্দর নগরীতে। সকাল থেকেই অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই চলছে সবকিছু। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হরতালের কোন চিহ্নই নেই। সরিকারি-বেসরকারি অফিসের পাশাপাশি খুলেছে ব্যবসায়ীক প্রতিষ্ঠান, দোকান পাট। সোমবার সকাল ৬টায় হরতাল শুরুর পর থেকে এ পর্যন্ত নগরী বা জেলার কোথাও নাশকতা কিংবা সহিংসতার খবর পাওয়া যায়নি।নগরীর কোথাও হরতালের সমর্থনে মিছিল করতে দেখা যায়নি জামায়াত শিবিরের নেতাকর্মীদের। তবে নগরীর ২৩ পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। এসব পয়েন্টে সমাবেশ চলছে। সেখানে আওয়ামী লীগ নেতারা বক্তব্য দিচ্ছেন। এদিকে হরতালের আগে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন সময়ের নাশকতার মামলায় অভিযুক্ত জামায়াত-শিবিরের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, হরতালে নাশকতা মোকাবেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সহিংসতা দমনের সর্বাত্মক প্রস্তুতি আমাদের আছে। সূত্রমতে, নগরীতে অতিরিক্ত প্রায় এক হাজার সাত’শ পুলিশ মোতায়েন করা হয়েছে। এর বাইরে ছয় প্লাটুন বিজিবি সদস্য নগরীতে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। জেলার প্রতিটি থানায় এক’শ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এর বাইরে রাউজানে আরও দশ প্লাটুন পুলিশ মোতায়েন আছে।  হরতালের মধ্যেও নগরীতে সব ধরনের গণপরিবহন স্বাভাবিকভাবে চলাচল করছে। সড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও অনেক।হরতালের মধ্যে নগরীতে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।  সকালে নগরীর মুরাদপুর, জিইসি, আগ্রাবাদ বাদামতল মোড় ঘুরে দেখা গেছে, হরতালের মধ্যেও ব্যস্ততম এসব পয়েন্টে বিপুল সংখ্যক গণপরিবহন আছে। নির্বিঘ্নে যাত্রী নিয়ে চলাচল করছে সিটিবাস ও হিউম্যান হলার। পণ্য নিয়ে বন্দর থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে যাচ্ছে ট্রাক, কাভার্ড ভ্যানও। আগ্রাবাদসহ নগরীর বিভিন্ন এলাকা ঘুরে সরকারি-বেসরকারি অফিসগুলো খোলা দেখা গেছে।নগরীর বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানায় পুরোদমে কাজ চলছে। শ্রমিক-কর্মচারীরাও যথারীতি নির্বিঘ্নে কাজে যোগ দিয়েছেন। এদিকে ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে।নগরীর মাঝিরঘাট, বাংলাবাজার এলাকায় কর্ণফুলী নদীর ঘাট এবং বিভিন্ন গুদাম থেকে ট্রাকে পণ্য বোঝাই স্বাভাবিক নিয়মে চলছে। চট্টগ্রাম বন্দরের ভেতরে পণ্য উঠানামা স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ