বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়সাকা-মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি

সাকা-মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামাল বিষয়টি জানান।  রাষ্ট্রপতি বরাবর মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির দফতর হয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। শনিবার  রাত ৯টা ৩২ মিনিটে আবেদন দু’টি রাষ্ট্রপতির দফতরে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছায়। অাইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানসহ অন্য কর্মকর্তারা প্রাণভিক্ষার আবেদন বঙ্গভবন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে আসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র  বিষয়টি জানিয়েছে। শনিবার  সন্ধ্যা সাড়ে ৭টার পর আইনমন্ত্রীর বাসা হয়ে আবেদন দু’টি রাষ্ট্রপতির দফতরে পৌঁছায়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ