স্টাফরিপোর্টার🙁বিডিসময়২৪ডটকম)
সংসার এবং মাতৃত্বের কারণে দীর্ঘদিন ধরেই রুপালি পর্দায় অনুপস্থিত বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০১০ সালে সঞ্জয় লীলা বনসালির গুজারিশ ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল তাকে। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম হয় কন্যা আরাধ্য বচ্চনের। স্বামী অভিষেক এবং বচ্চন খান্দানের কোনো নিষেধ না থাকা সত্ত্বেও অন্যান্য নায়িকার মতো মেয়ের জন্মের পরপরই অভিনয়ে ফেরেননি তিনি। তবে বাজারে জোর গুঞ্জন, কিছুদিনের মধ্যেই ক্যারিয়ারে ফিরছেন ৩৯ বছর বয়সী বচ্চনবধূ। সম্প্রতি পুরস্কার প্রদান অনুষ্ঠান, ফিল্মি পার্টি, দেশি-বিদেশি দাওয়াত রক্ষায় ঐশ্বরিয়ার সাবলীল অংশগ্রহণ চোখে পড়ে। আর তাই কেউ কেউ ঘোষণা দিয়েছেন, অচিরেই ভক্তদের দেখা দেবেন হূদয়ের রানী। ইতোমধ্যে করণ জোহর এবং সঞ্জয় লীলা বনসালি চিত্রনাট্য নিয়ে দেখা করেছিলেন ঐশ্বরিয়ার সঙ্গে, এমন খবরও উড়ছে বলিউডপাড়ায়। তবে তা গুজব না সত্য, জানা যাবে সঠিক সময়ে।