শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউসৌদিতে বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার মেয়াদ বাড়ল

সৌদিতে বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার মেয়াদ বাড়ল

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

সৌদি আরব সেদেশের অনিয়মিত বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার জন্য সাধারণ ক্ষমার মেয়াদ চার মাস বাড়িয়েছে। দেশটির বাদশাহ আবদুল্লাহর এই সিদ্ধান্ত দেশটিতে অবস্থানরত লাখ লাখ বিদেশি শ্রমিক বিশেষ করে ৩ লাখ বাংলাদেশি শ্রমিকের জন্য স্বস্তি হিসেবে দেখা দিয়েছে। এই বাংলাদেশি শ্রমিকরা এখনও বৈধ হওয়ার সুযোগ পায়নি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি মঙ্গলবার জানায়, সাধারণ ক্ষমার মূল মেয়াদ ৪ জুলাই শেষ হবে। এই মেয়াদের সময়সীমা এখন হিজরি ১৪৩৪ সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। যা খ্রিস্টাব্দ অনুযায়ী এ বছরের ৪ নভেম্বর পর্যন্ত বলে গণ্য হবে। আরব নিউজ পত্রিকায় এখবর প্রকাশিত হয়।

বিবৃতিতে বলা  হয়, নতুন সময়সীমা পার হলে শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ উপযুক্ত সংস্থাসমূহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাদের পরিদর্শণ শুরু করবে এবং সময়সীমা লঙ্ঘনকারীদের জন্য সকল শাস্তি প্রযোজ্য হবে।

নতুন সময়সীমা ঘোষণার প্রক্ষিতে দুই মন্ত্রণালয় কাগজপত্রবিহীন সকল অভিবাসীকে নাম নিবন্ধন করে বৈধ হওয়ার জন্য আহবান জানিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ