বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
প্রচ্ছদটপহরতালকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

হরতালকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

হরতাল ডেকে জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে সর্বাত্মক আইনি ব্যবস্থা নেওয়া হবে।  মঙ্গলবার দুপুরে চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের স্নাতক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তির টাকা বিতরণ ও একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।তিনি বলেন, অনিয়ম করে যারা হরতাল ডেকে দেশের জনগণের জীবনযাত্রাকে পর্যদস্তু করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সভাপতির মুক্তি ও নিখোঁজ নেতাদের সন্ধান দাবিতে বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডেকেছে ইসলামী ছাত্রশিবির।অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সুশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

লক্ষ্য রাখতে হবে, আজকে যারা শিক্ষার্থী তারাই আগামী দিনে দেশ ও জাতির হাল ধরবে।কলেজ অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমির জাফর, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. জহির“ল ইসলাম প্রমুখ।
মন্ত্রী কচুয়া উপজেলার ৭টি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে নবীন ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ও গুলবাহারে অবস্থিত নিজ বাসভবনে ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ অনুদানের চেক প্রদান করেন।

আরও পড়ুন

সর্বশেষ