শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
প্রচ্ছদখেলার সময়ব্রাজিলই ফেভারিট

ব্রাজিলই ফেভারিট

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

দিয়েগো ফোরলানের পেনাল্টি কিক রুখে দিয়ে হুলিও সিজার পুরো ব্রাজিলের দৃষ্টিই নিজের দিকে টেনে নিয়েছেন। ফিফা কনফেডারেশনস কাপের ফাইনালে স্পেনের বড় প্রতিপক্ষের নাম যে হুলিও সিজার তা বলার অপেক্ষা রাখে না। সেই সিজারই ব্রাজিলকে টানা তৃতীয় ফিফা কনফেডারেশনস কাপ এনে দিতে প্রস্তুত হয়ে উঠেছেন। ফাইনালে লড়াই তো দুই গোলরক্ষকের মধ্যেই হবে। দেল বস্ক অবশ্য সরল স্বীকারোক্তি দিয়েছেন, ফাইনালে ব্রাজিলই ফেভারিট। আগামীকালের ফাইনাল নিয়ে এমন মন্তব্য আরও অনেকেরই। দেল বস্ক বলেছেন, ‘ব্রাজিলই ফেভারিট ফাইনালে। তারা পাঁচটি বিশ্বকাপ এবং তিনটি ফিফা কনফেডারেশনস কাপ জয় করেছে। আমরা মারাকানায় তাদের মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষায় আছি।’ সেমিফাইনালে স্পেন ১২০ মিনিটের এক ম্যাচ খেলেছে। এই ক্লান্ত দলকে কীভাবে প্রস্তুত করবেন দেল বস্ক! তাও ব্রাজিলের মাটিতে ব্রাজিলেরই বিপক্ষে! তবে আগামীকালের ম্যাচটা দখলে রাখার জন্য সবকিছুই করবে দেল বস্কের দল। এমন সতর্কবাণীই দিয়েছেন তিনি। এদিকে ব্রাজিরের আক্রমণভাগে নেইমার-ফ্রেড-ওসকাররা যেমন বিপদ ঘটাতে পারেন, ঠিক তেমনি রক্ষণভাগে স্পেনকে রুখে দিতে পারেন দানি আলভেস এবং মার্সেলো। দুজনেই স্প্যানিশ তারকাদের বেশ ভালোভাবেই জানেন। এই ব্রাজিলের বিপক্ষে ফাইনাল জয় করা কঠিনই হবে স্পেনের জন্য।

আরও পড়ুন

সর্বশেষ