ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রামে সংস্কার কাজ করার সময় গ্যাস পাইপ লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত টেলিফোন অপারেটর (টিও) খোকন বিশ্বাস বাংলানিউজকে জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রাহাত্তারপুল এলাকার নূর বেগম মসজিদের পাশে গ্যাস পাইপ লাইনের সংস্কার কাজ করার সময় আগুন লাগে। তবে চন্দনপুরা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ১০মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনে ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে পারেননি টিও খোকন বিশ্বাস।
এদিকে শনিবার বেলা ১২টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপক (প্রকৌশল) শহীদ আলম।
তিনি বাংলানিউজ বলেন, ‘সংস্কার কাজের কিছু জটিলতার জন্য নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে। তবে শনিবার ১২টার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।’
উল্লেখ্য, গ্যাস পাইপ সংস্কারজনিত কারণে বন্দরনগরীর কিছু নির্দিষ্ট এলাকায় শুক্রবার গ্যাস সরবরাহ বন্ধ রাখে কেজিডিসিএল।