রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়সংসদে আজ বক্তব্য দেবেন দুই নেত্রী

সংসদে আজ বক্তব্য দেবেন দুই নেত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার শেষ দিনে আজ শনিবার সংসদে রাজনৈতিক ইস্যুতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। আগামী নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেতে পারে দুই নেত্রীর বক্তৃতায়। দুই নেত্রীর বক্তব্যে সরকারের সাড়ে চার বছরের কার্যক্রমের সফলতা-ব্যর্থতার বিষয়টিও ব্যাপক গুরুত্ব পেতে পারে।

আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন। বিশেষ করে মহাজোট সরকারের সাড়ে চার বছরের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরবেন তিনি। এছাড়া বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং আগামী নির্বাচন ব্যবস্থা সম্পর্কে দলীয় অবস্থানও তুলে ধরতে পারেন তিনি।
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বক্তব্যে সরকারের চার বছরের নানা ব্যর্থতা, অনিয়ম, দুর্নীতির বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়ে্ছে বিএনপি সূত্র।পাশাপাশি বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন, গণমাধ্যম বন্ধ, সিটি করপোরেশন নির্বাচন এবং নির্দলীয় সরকার ব্যবস্থাসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন বেগম জিয়া।
বিকেল ৩টায় সংসদ অধিবেশন শুরু হওয়ার পর মাগরিবের বিরতির আগেই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিরতির পর বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই নেত্রীর বক্তব্যের আগে আজ বাজেট আলোচনায় আরও অংশ নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং দলগুলোর কয়েকজন শীর্ষ নেতা।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হবে প্রস্তাবিত বাজেটের ওপর প্রায় ৪০ ঘণ্টার আলোচনা।
এরপরই পাস হবে ২০১৩-‘১৪ সালের অর্থবিল। রোববার পাস হবে ২০১৩-২০১৪ সালের প্রস্তাবিত বাজেট।
আরও পড়ুন

সর্বশেষ