রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়সংসদে শেখ হাসিনা-এরশাদের বৈঠক

সংসদে শেখ হাসিনা-এরশাদের বৈঠক

বিশেষ প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

 জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন। বৃহস্পতিবার বিকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সংসদ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব আসিফ কবীর জানিয়েছেন, বৈঠক ৪০ মিনিট স্থায়ী হয়। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

সিঙ্গাপুর থেকে এরশাদের ফেরার পর জাতীয় পার্টির অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার মধ্যে এ বৈঠক হলো।

আরও পড়ুন

সর্বশেষ