মঙ্গলবার তৃতীয় সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা মোহামেডান ও শেখ রাসেল।
এর আগে উইঙ্গার মোবারক হোসেনের দারুণ পারফরমেন্সে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
অন্যদিকে ফেভারিট শেখ রাসেল যোগ্য দল হিসেবেই উঠেছে ফাইনালে।
দু’দলের সমর্থকদের মুখে মুখে এখন আলোচনার বিষয় একটাই: কারা জিতবে ৫০ লাখ টাকা প্রাইজমানির ফাইনাল?
গত দু’বারের সুপার কাপ ছিল কোটি টাকার। দু’বারই স্টেডিয়াম জেগে উঠেছিল আবাহনী-মোহামেডানের চিরায়ত লড়াইয়ে। কিন্তু এবার শিরোপার লড়াইয়ে মোহামেডান টিকে থাকলেও আবাহনী ছিটকে পড়েছে গ্রুপ পর্ব থেকেই। এবারের মৌসুমে ফেডারেশন কাপ দিয়ে জয় উৎসব শুরু হয় শেখ রাসেলের, এরপর স্বাধীনতা কাপ ও প্রিমিয়ার লিগেও চ্যাম্পিয়ন রাসেল। সুপার কাপ তাদের দাঁড় করিয়েছে ইতিহাসের দোরগোড়ায়।
এই মৌসুমে দুই দল মুখোমুখি হয়েছে মোট চারবার। লিগে দু’বার হেরেছে শেখ রাসেল। তবে ফেডারেশন কাপের গ্রুপ পর্বে ও সেমিফাইনালে জিতেছিল শেখ রাসেলই।
সব বিষয় বিবেচনা করলে, দুই শক্তিশালী দলের অংশ গ্রহণে একটি জমজমাট ফাইনাল উপভোগ করতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।