৬ জুলাই শুরু হতে যাচ্ছে ১৪তম ‘আইআইএফ’ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো চীনের ম্যাকাওতে অনুষ্ঠিত হবে এটি।এর আগে ২০০৯ সালে ম্যাকাওতে অনুষ্ঠিত হয় ‘আইআইএফএ’। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রথমবারের মতো থাকছেন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
‘তুমহি হও বন্ধু’ ‘বালাম পিচকারি’ সহ সাম্প্রতিক সময়ের কিছু হিট গানে ২৭ বছর বয়সী এই অভিনেত্রী পারফর্ম করবেন বলে জানা গেছে।
দীপিকা বলেন, “আমি এবছর ‘আইআইএফএ’ এর অনুষ্ঠানে পারফর্ম করবো। আমি অনেক আনন্দিত। সত্যি বলতে আমি অনেক আগে থেকেই এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করতে চাচ্ছিলাম। সে সুযোগ এবার পেলাম। আমি এবার ‘ইয়েহ জাওয়ানি হে দিওয়ানি’ এবং ‘ককটেল’ সিনেমার কিছু হিট গানের সাথে পারফর্ম করবো।”
তিনি আরও বলেন, ‘আমি এবারই প্রথম ম্যাকাও যাচ্ছি। আশা করছি আমার ভক্তদের আমার পারফর্মেন্স ভালো লাগবে।’