সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদরাজনীতিতারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা গভীর ষড়যন্ত্রের অংশ

তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা গভীর ষড়যন্ত্রের অংশ

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি মনে করে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা গভীর ষড়যন্ত্রের অংশ। এই সরকারের উদ্দেশ্য হলো অবৈধ ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা। এজন্য তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামল দিচ্ছে। এর মাধ্যমে তারা বাংলাদেশে এক দলীয় বাকশাল কায়েম করতে চায়। মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান সরকার অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তারা যখনই ক্ষমতায় আসে তাদের অপকর্মের গতি আরো বেড়ে যায়। তিনি বলেন, মহাজোট সরকার জনগণের কাছ থেকে কেড়ে নেয়া ক্ষমতা প্রলম্বিত করতে দেশে ফ্যাঁসিবাদের উত্থান ও অগণতান্ত্রিক শাসনের ল্যাবরেটরি খুলে বসেছে। এ গবেষণাগার থেকেই সৃষ্টি হচ্ছে সীমাহীন অরাজকতা, বিশৃঙ্খলা ও হত্যা-গুমের মতো বিভৎস্য কর্মকাণ্ড।
বিএনপির এই নেতা বলেন, অবৈধ সরকার ক্ষমতায় আসার পরই দেশের সব রাষ্ট্রয়াত্ত্ব প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। এরা হলো সর্বগ্রাসী সরকার। এজন্য তারা বিএনপিকে ভয় পায়। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সমন জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবি জানান রিজভী আহমেদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার  এ জেড এম জাহিদ হোসেন, আর্ন্তজাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম আযাদ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
আরও পড়ুন

সর্বশেষ