রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েদিনাজপুর মেডিকেলে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ৪

দিনাজপুর মেডিকেলে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ৪

কমিটি গঠনকে কেন্দ্র করে দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত চার জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল কলেজে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ বাধে। এ সময় তারা কলেজের ডা. ইউসুফ আলী ছাত্রবাসের দুটি ভবনের বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর করে। এতে উভয়পক্ষে ৪ জন আহত হয়। পরে ৬ ভ্যান পুলিশ ও এক ভ্যান ডিবি পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, এ ঘটনার পর ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে দুই জনকে আটক করা হয়েছে। গত ১৩ নভেম্বর মোজাহিদুর হাসানকে সভাপতি ও কৌশিক দেবকে সাধারণ সম্পাদক করে দিনাজপুর মেডিকেল কলেজ কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। এই কমিটি গঠনকে কেন্দ্র করে ওই দিন রাতেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় জেলা আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে ১৫ নভেম্বর আশরাফুল রহমানকে সভাপতি ও আশফিকার সামসকে সাধারণ সম্পাদক করে নতুন আরেকটি কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। এরপর থেকেই বিলুপ্ত দুই কমিটির সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
আরও পড়ুন

সর্বশেষ