শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়এরশাদ-ওবায়দুল কাদেরের বৈঠক

এরশাদ-ওবায়দুল কাদেরের বৈঠক

Earshad-obidulক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে  বৈঠক করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাত আটটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী  এরশাদের গুলশানের বাসভবনে এ  বৈঠক হয়।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরশাদের সঙ্গে বৈঠক করতে চান। এ বিষয়টি এরশাদকে জানাতে ওবায়দুল কাদের যান এরশাদের বাসায়।

এ সময় যোগাযোগ মন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সুধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ছিলেন।

অপরদিকে বৈঠকে এরশাদের সঙ্গে ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু।

জাতীয় পার্টি মহাজোটের অন্যতম শরিক দল হলেও বেশ কিছুদিন ধরে জোটের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় পার্টির একটা দূরত্ব তৈরি হয়েছে। ‌আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে বলে বারবার ঘোষণা দিয়েছে।

তাছাড়া সম্প্রতি চার সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী সমর্থিত প্রার্থীদের পরাজয় এবং ‍আগামী ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এরশাদের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের এ বৈঠকটি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ