রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়একসঙ্গে আইফায় নাচবেন মাধুরী-শ্রীদেবী

একসঙ্গে আইফায় নাচবেন মাধুরী-শ্রীদেবী

Madhuri-Srideviবলিউডের স্বর্ণালি দুই অভিনেত্রী শ্রীদেবী এবং মাধুরী দীক্ষিত। দুজনের মধ্যে একসময়ে হাড্ডাহাড্ডি লড়াই ছিল। তারা দু’জনেই সফল ভিন্ন ভিন্ন অবস্থানে। এবার একসঙ্গে নাচবেন এই দুই অভিনেত্রী । শুরু হতে যাচ্ছে আইফা অ্যাওয়ার্ডস আগামী ৪ জুলাই চীনের ম্যাকাওয়েতে । তারা অংশ নিচ্ছেন এই আসরে ।

৪৯ বছর বয়সী শ্রীদেবীর পরিবেশনায় থাকছে তার অভিনীত জনপ্রিয় কয়েকটি চলচ্চিত্রের গানের নৃত্য। অন্যদিকে মাধুরী নৃত্য পরিবেশন করবেন আশির দশকের জনপ্রিয় গানের সঙ্গে । আরও থাকছে ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষের নানান আয়োজন নিয়ে পরিবেশনা। দ্বিতীয়বারের মতো ম্যাকাওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইফা অ্যাওয়ার্ডসের ১৪তম আসর।

আরও পড়ুন

সর্বশেষ