চিত্রনায়ক ইমন ও সুপার হিরোইন শম্পা এবারই প্রথম একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে জুটিবদ্ধ হয়ে কাজ করলেন। বাজারে নতুন আসা ‘রাজ ফ্যাশন স্যান্ডো গেঞ্জি’র নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন ইমন শম্পা। এর আগে একই পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন জনপ্রিয় মডেল নোবেল ও চিত্রনায়িকা নিপুণ। বিজ্ঞাপনটি এখন বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। ইমন ও শম্পাকে প্রথমবারের মতো জুটিবদ্ধ করে রাজ ফ্যাশনের এবারের বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন বোটানিক এ্যারোমার চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন। গত বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপন নির্মাতা হিসেবে আসাদুজ্জামান লিটন এরই মধ্যে একটি ভাল অবস্থানে পৌঁছেছেন। তার নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে ইমন বলেন, লিটন ভাইয়ের নির্দেশনায় এর আগেও আমি বেশ কয়েকটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছি। নির্মাতা হিসেবে তিনি অসাধারণ। নতুন কাজটিও দর্শকের অনেক ভাল লাগবে। আর শম্পার সঙ্গে এটি আমার প্রথম কাজ। শম্পা খুব সিরিয়াস একজন শিল্পী। শম্পা বলেন, আমার যত ভাল বিজ্ঞাপন আছে সবক’টিই লিটন ভাইয়ের নির্মাণ করা। এ বিজ্ঞাপনে তারই নির্দেশনায় ইমন ভাইয়ের সঙ্গে কাজ করেছি। অসাধারণ একটি বিজ্ঞাপন হয়েছে। রাজ ফ্যাশনের এবারের বিজ্ঞাপনটির জিঙ্গেল তৈরি করেছেন জেকে। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মারিয়া। পরিচালক আসাদুজ্জামান লিটন জানান, আগামী মাসেই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে ইমন সমপ্রতি ব্র্যান্ড এম্বাসেডর হয়েছেন ‘মেনজ বাংলাদেশ’-এর।
এছাড়া তিনি তার শুটিং চলতি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। শম্পা ফেরদৌস রেজা পরিচালিত ‘ওয়ানওয়ে রোড’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এ ছবিতে তার বিপরীতে আছেন সুপার হিরো সাগর।