মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়তিনশ কোটির ঘরে ইয়ে জওয়ানি হে দিওয়ানি

তিনশ কোটির ঘরে ইয়ে জওয়ানি হে দিওয়ানি

image_49118_2মাত্র সতের দিনে ৩০০ কোটির ঘরে পৌঁছেছে অয়ন মূখার্জির ছবি ইয়ে জওয়ানি হে দিওয়ানি ছবিটি। এটি এখন বলিউডের অন্য দুটি ৩০০ কোটির ছবির সঙ্গে পাল্লা দিচ্ছে। এর আগে সালমান অভিনিত এক থা টাইগার ও আমির খান অভিনিত থ্রি ইডিয়ট ছবিটি ৩০০ কোটির ঘরে গিয়েছিল।

মুক্তির প্রথম দিনেই এ ছবিটি ভারত থেকে আয় করে ১৯.৪৫ কোটি রূপি। সপ্তাহ শেষে এ ছবির আয় দাঁড়ায় ৬২.১১ কোটি রূপিতে।

আর এখনতো ইতহাস হয়ে গেছে সাবেক প্রেমিক প্রেমিকা জুটি রনবির দীপিকা অভিনিত এ ছবিটি।
ছবিটি পযোজনা করেছেন করন যোহর।

এর আগের তিনশ কোটি ঘরের ছবি এক থা টাইগার পরিচালনা করেন কবির খান। আর ছবিটি যশরাজ ফিল্মস এর। ব্লকবাস্টার এ ছবিতে অভিনয় করেন সাবেক প্রেমিক জুটি সালমান খানও ক্যাটরিনা কাইফ।

রাজকুমার হিরানি পরিচালিত বলিউডের আর এক তিনশ কোটি ঘরের ছবি থ্রি ইডিয়ট। এটিতে অভিনয় করেন আমির কান ও কারিনা কাপুর।

আরও পড়ুন

সর্বশেষ