শুক্রবার শুরু হচ্ছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের গ্রীষ্মকালীন ছুটি। ১৬ দিনের অবকাশ শেষে আগামী ৭ জুলাই রবিবার পুনরায় আবার চালু হবে আদালতের কার্যক্রম। এ সময়ের মাঝে স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে প্রধান বিচারপতি মো. মোজাম্মলে হোসেন অবকাশের সময় জরুরি বিষয়ে শুনানির জন্যে সুপ্রিমকোর্টের উভয় বিভাগেই (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) একাধিক অবকাশকালীন বেঞ্চ নির্ধারণ করেছেন।
গত বৃহস্পতিবার উভয় বিভাগের অবকাশকালীন বেঞ্চের তালিকা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম।
তালিকা অনুযায়ী, আগামী ২৬ জুন আপলি বিভাগের বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক আপিল বিভাগের চেম্বার আদালতে বসে জরুরি আপিল সংক্রান্ত শুনানি গ্রহণ করবেন এবং আগামী ২ জুলাই আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়জে সিদ্দিকী চেম্বার আদালতে শুনানি গ্রহণ করবেন।
এছাড়া হাইকোর্ট বিভাগেও অবকাশকালীন সময়ে জরুরি বিষয়াদি শুনানির জন্য একাধিক ডিভিশন ও একক বেঞ্চ নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি।