বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআনোয়ারায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

আনোয়ারায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকায় গরুর বাজারের ইজারা নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। এরা হলেন মো. আলমগীর হোসেন ও হেলাল উদ্দিন।

আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, ‘গরুর বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৬জন আহত হয়েছেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার সরকারহাটে গরু বেচাকেনা হয়।আর এই বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন ও শাহ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার এ বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষের ছয় ব্যাক্তি আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ পরিদর্শক কামাল হোসেন বলেন,‘দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।’

বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে তিনি জানান।

এদিকে দু’পক্ষের সংঘর্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। তবে এ বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

আরও পড়ুন

সর্বশেষ