রাজধানীর দক্ষিণ কমলাপুরের তৈরি পোশাক কারখানা বিন্নি অ্যাপারেলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় তিনতলা কারখানাটির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করছে দমকল বাহিনী।
এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
সূত্র জানিয়েছে, সকালে শ্রমিকরা কাজে যোগদানের জন্য কারখানায় প্রবেশ করার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, কারখানার তিনটি ফ্লোরে ১২ থেকে ১৩শ’ শ্রমিক কাজ করেন।