সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার বেগম দিলরুবাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। অন্যদিকে ওএসডি কর্মকর্তা মো. রিয়াজ আহমেদকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে এসব রদবদল করা হয়।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. আজিজুর রহমানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য্যকে ওএসডি করা হয়েছে। ওএসডি কর্মকর্তা অতিরিক্ত সচিব এস এম শওকত আলীকে বাণিজ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।