রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউআওয়ামী লীগের শতাধিক এমপি দলীয় মনোনয়ন হারাবেন

আওয়ামী লীগের শতাধিক এমপি দলীয় মনোনয়ন হারাবেন

al logoএমপিদের ওপর চটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের শতাধিক এমপি দলীয় মনোনয়ন হারাবেন।

চার সিটি করপোরেশনে বড় পরাজয়ের পর দলটির সভাপতি শেখ হাসিনা ঘনিষ্ঠদের এমনটিই জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে তথ্যটি জানা গেছে।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, চার সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে নেত্রী খুব চিন্তিত। তিনি বলেছেন, বেশিরভাগ আসনেই নতুন করে ভাবতে হবে আমাদের।

ওই সূত্র জানায়, চার সিটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা অন্যদের চেয়ে অনেক ক্লিন ইমেজের ছিলেন। তারপরও নির্বাচনে তাদের ভরাডুবি ভাবিয়ে তুলেছে শেখ হাসিনাকে। ভালো প্রার্থীদের যদি এই দশা হয় তাহলে অসৎ এমপি-মন্ত্রী, যারা এলাকায় যান না, দলের নেতা-কর্মীদের বাদ দিয়ে নিজেদের আত্মীয় স্বজনদের সুবিধা দিয়ে এসেছেন তাদের পরিণতি নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্র জানায়, ২০০৮ এ আওয়ামী লীগের জোয়ারে প্রথমবার যারা এমপি নির্বাচিত হয়েছেন, তাদের অধিকাংশই সামনে নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন না। তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেবে আওয়ামী লীগ।

ইতিমধ্যে দলটির উদ্যোগে এমপিদের কর্মকাণ্ড নিয়ে জরিপ শুরু হয়েছে সারা দেশে।

আরও পড়ুন

সর্বশেষ