রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদখেলার সময়নেপাল ও নেদারল্যান্ডস টি-টোয়েন্টির মর্যাদা পেল

নেপাল ও নেদারল্যান্ডস টি-টোয়েন্টির মর্যাদা পেল

টি-টোয়েন্টির মর্যাদা পেল নেপাল ও নেদারল্যান্ডস। বাংলাদেশে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল দুটি দলই । মেলবোর্নে আইসিসির বার্ষিক সভায় আইসিসির সহযোগী দেশ দুটিকে টি-টোয়েন্টির মর্যাদা দেয়া হয়। ওয়ানডে মর্যাদা থাকায় সহযোগী দেশগুলোর মধ্যে আগে থেকেই টি-টোয়েন্টি মর্যাদা রয়েছে আফগানিস্তান, হংকং, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আরব আমিরাত।

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিল নেদারল্যান্ডস। সেখানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল নেদারল্যান্ডস। ২০০৯ সালের বিশ্বকাপেও একই প্রতিপক্ষকে ৪ উইকেটে হারিয়েছিল ডাচরা। প্রথম রাউন্ডে বাংলাদেশের গ্রুপে থাকা নেপাল হারিয়েছিল আফগানিস্তান ও হংকংকে। কিন্তু রান রেটে স্বাগতিকদের চেয়ে পিছিয়ে থাকায় পরের রাউন্ডে যাওয়া হয়নি তাদের।

আরও পড়ুন

সর্বশেষ