রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদখেলার সময়ক্রিকেটারদের সাফাই গাইলেন হোয়াটমোর

ক্রিকেটারদের সাফাই গাইলেন হোয়াটমোর

debস্পোর্টস ডেস্কঃ এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফরমেন্স পাকিস্তানের। তার উপরে শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ উইকেটে হার। এদিকে দলের খেলোয়াড়দের সাফাই গাইলেন দলের কোচ ডেভ হোয়াটমোর।

 হোয়াটমোর বলেন, ‘এই সিরিজ আমাদের জন্য মোটেও ভালো যায়নি। সব সিরিজই যে ভালো কাটবে তা কিন্তু নয়। আমাদের প্রস্তুতি ভালো ছিল কিন্তু আমাদের ভুলের জন্য আমরা ভালো করতে পারিনি।’

 ডেভ হোয়াটমোর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, ‘আমরা প্রস্তুতি ম্যাচে ভালো খেলেছি এবং মাঠ সম্পর্কে বুঝেছিলাম। আমরা আমাদের সুযোগগুলোকে লুফে নিতে পারিনি। তরুণ বোলারেরা ভালো বল করেছে তবে ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি।’

 এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের হতাশাজনক খেলায় হোয়াটমোর বেশ চিন্তিত। পাক কোচ বলেন, এক টুর্নামেন্টের ফলাফল দিয়ে তো দলকে খারাপ বলা যায় না।

 ২০১৫ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে নির্বাচকদের প্রতি আহ্বান জানিয়ে পাকিস্তানের কোচ হোয়াটমোর বলেন, একটা ভালো দল যাতে গঠন করা যায় সেজন্য ঘরোয়া ক্রিকেটের প্রতি নজর দেয়া খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের উপর নির্ভর করেই সাফল্য নির্ভর করে।’

 উল্লেখ্য এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইউনুস খান, শহিদ আফ্রিদি, উমর আকমলকে দল থেকে বাদ দেয়া হয়। তা নিয়ে সমালোচনাও ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ