বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়চার সিটি করপোরেশন নির্বাচনে ফলাফলে এগিয়ে বিএনপি প্রার্থীরা

চার সিটি করপোরেশন নির্বাচনে ফলাফলে এগিয়ে বিএনপি প্রার্থীরা

VOTE CAST UP2বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো দেশের চার সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে সব কেন্দ্রের ভোট গনণা। একযোগে চার সিটি কর্পোরেশনে শনিবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। সব মেয়র প্রার্থীই সকালের দিকে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোট দিয়েছেন।

ইভিএম পদ্ধতি ব্যবহৃত হয়েছে চার সিটি করপোরেশনের বিভিন্ন ওর্য়াডে। ভোটগ্রহণ শেষে এখন বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। রাজশাহীতে ৬৮ টি কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ৬১ হাজার ৯শ’ ৭৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তালা প্রতীক নিয়ে মহাজোট সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটন পেয়েছেন ৪০ হাজার ৬শ’ ৯৪ ভোট। খুলনায় ৪০ টি কেন্দ্রের ফলাফলে আনারস প্রতীক নিয়ে মনিরুজ্জামান মনি পেয়েছেন ২৫ হাজার ২১২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীক নিয়ে তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ০২৯ ভোট। বরিশালে ৪১টি কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামাল ৩১ হাজার ২’শ ২২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরণ পেয়েছেন ২৬ হাজার ২’শ ৪৪ ভোট। সিলেটে ১০৩ টি কেন্দ্রের ফলাফলে ৯১ হাজার ১’শ ৭৭ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৫৬ হাজার ৯’শ ৭১ ভোট।

শনিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে সকাল থেকেই খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেটে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। চার সিটি কর্পোরেশনে ভোটার সংখ্যা ১২ লাখ ২৯ হাজার ৭শ’ ৮৬ জন। চার সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন মেয়র প্রার্থী।

আরও পড়ুন

সর্বশেষ