বুধবার, নভেম্বর ৬, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউকথায় কথায় উচ্চ আদালতে যাওয়ার প্রবণতা কমাতে হবে: কামরুল

কথায় কথায় উচ্চ আদালতে যাওয়ার প্রবণতা কমাতে হবে: কামরুল

কথায় কথায় উচ্চ আদালতেkamrul যাওয়ার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, উচ্চ আদালতে মামলার জট বাড়ছে। সাধারণ মানুষকে বিচারের জন্য দীর্ঘ দিন অপেক্ষা করতে হবে। ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানান তিনি।

 শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে দেওয়ানি কার্যবিধি নিয়ে আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারে অনেক স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। পৃথিবীর কোথাও এভাবে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি। এ পর্যন্ত ট্রাইব্যুনালের প্রতিটি রায়ে আন্তর্জাতিক মহল সন্তুষ্টি প্রকাশ করেছে।
  মৃত্যুদণ্ডের বিষয়ে কামরুল ইসলাম বলেন, নির্বিচারে সাধারণ মানুষ ও বুদ্ধিজীবী হত্যাকারীদের জন্য মৃত্যুদণ্ডই যোগ্য শাস্তি।
আরও পড়ুন

সর্বশেষ