সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়'ভুল মানুষের প্রেমে পড়েছিলো জিয়া'

‘ভুল মানুষের প্রেমে পড়েছিলো জিয়া’

অবশেষে নিরবতা ভাঙলেন সদ্য প্রয়াত বলিউড অভিনেত্রী জিয়া খানের পরিবার। ডিপ্রেশনের কারণে জিয়া আত্মহত্যা করেছে, এ বিষয়টি প্রত্যাখান করেছে তার পুরো পরিবার।

 জিয়ার মা রাবিয়া খান বলেছেন,’ কাজ নিয়ে আমার মেয়ে হতাশ ছিলো বলে যে খবর প্রকাশিত হয়েছে, তার সবই মিথ্যা। সে তার কাজ নিয়ে অনেক খুশি ছিল। সে ছিল আন্তরিক, তার মধ্যে কোনো ধান্দাবাজি ছিল না। তবে সে মিথ্যা কথা সহ্য করতে পারতো না।’

 এছাড়া ময়নাতদন্তের রিপোর্টে তার পেটে মদ ও হতাশানাশক ওষুধ পাওয়া গেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তাও অস্বীকার করেছেন জিয়ার পরিবার। জিয়ার বোন কারিশমা বলেছেন, ‘তার ময়নাতদন্ত রিপোর্ট পরিস্কার। তার পেটে কোনো ধরণের ওষুধ ও মদ পাওয়া যায়নি।’

 তবে তার দুই বোন কারিশমা ও কবিতা বলেছেন, ‘জিয়া তার ভালোবাসার জীবন নিয়ে খুবই হতাশ ছিলো। তার কাছে প্রেম ছিলো সবার আগে, তারপর কাজ। জিয়া যাকে সবচেয়ে ভালোবাসতো সে তাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে।’

 

 রাবিয়া বলেছেন, ‘যাকে জিয়া ভালোবাসতো তার কাছ থেকেই সে ধোঁকা পেয়েছে। আমি প্রতিশোধ নিতে চাইছি না। তবে আমি সত্য কথা বলছি জিয়া ভুল মানুষকে ভালোবেসেছিল।’

বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজের সাথে জিয়ার সম্পর্ক ছিল। জিয়ার বোনরা চাননি সুরজের সাথে জিয়ার সম্পর্ক থাকুক। তারা বলেছেন, ‘জিয়া এই সম্পর্ক নিয়ে খুশি ছিলো না। জিয়া মারা যাওয়ার কয়েকদিন আগেও সুরজকে জিয়ার কাছ থেকে দূরে থাকতে ম্যাসেজ পাঠিয়েছিল মা।’

 জিয়ার পরিবার আশা করছে , ‘ওই রাতে কি হয়েছিল যার জন্য জিয়া আত্মহত্যা করলো, সুরজ এ নিয়ে সত্য কথা বলবে। পুলিশ মাত্র তিনটা বার্তা পেয়েছে। আমরা নিশ্চিত যে এমন কিছু হয়েছিল, যার ফলে জিয়া এ কাজ করেছে। এমনকি জিয়া মারা যাওয়ার পরও সুরজ ছয়বার ফোন করেছিল।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন

সর্বশেষ