রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদখেলার সময়কোরিয়া এ্যাম্বেসেডর কাপ তায়কোয়ানডো শুক্রবার শুরু

কোরিয়া এ্যাম্বেসেডর কাপ তায়কোয়ানডো শুক্রবার শুরু

Press Conferenceবাংলাদেশ ও কোরিয়ার সম্প্রীতির ৪০ বছর পুর্তিকে স্মরনিয় করে রাখতেই শুক্রবার থেকে কোরিয়া অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৬টি ওজন শ্রেণীতে ৩৫০ জন পুরুষ ও মহিলা খেলোয়াড় অংশ নেবেন দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতায়। বুধবার এ তথ্য দেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল, সহ-সভাপতি আলহাজ্ব এটিএম আমিরুল গনী, যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান স্বপন, সদস্য আব্দুর শাকুর চৌধুরী এবং দক্ষিণ কোরিয়ান প্রশিক্ষক মিঃ লী জু সাং। প্রতিযোগিতায় ২২টি জেলা/সংস্থা/কাব/সার্ভিসেস দলের  ২৫০ জন পুরুষ এবং ১৫০ জন মহিলা মোট ২৬ টি ওজন শ্রেনীতে অংশ নেবেন। এছাড়াও পুমসে পুরুষ ও মহিলা ইভেন্টের ১০টি ক্যাটাগরীতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বাজেট নির্ধারন ধরা হয়েছে পাঁচ লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক দক্ষিণ কোরিয়ান দূতাবাস অর্থ প্রদান করছে তিনলাখ ৪৬ হাজার টাকা এবং বাকি টাকা ফেডারেশনের সাধারন সম্পাদকের ব্যক্তিগত অনুদান হতে ব্যায় করা হবে। শুক্রবার সকাল ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশস্থ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্র দুত লী ইয়ুন ইয়ং।

অংশগ্রহণকারী দল সমুহ: চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গমাটি, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহী, মানিকগঞ্জ, কুমিল্লা, নরসিংদি, দিনাজপুর, ঠাকুরগাঁও, নাটোর, গাজীপুর, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, নারায়নগঞ্জ, ব্রাক্ষ্মবাড়িয়া, বিজেএমসি, ্বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড , বাংলাদেশ পুলিশ, ঢাকা সিটি কপোরেশন।

আরও পড়ুন

সর্বশেষ